মোবাইলে এস এস সি রেজাল্ট দেখার নিয়ম মার্কশীট সহ

২০২৩ সালের এস এস সি পরীক্ষার ফলাফল দেওয়া হবে। এই ফলাফল গুলো মোবাইল থেকেই দেখা যাবে, এজন্য একটি ওয়েবসাইট ব্যবহার করতে হবে। এই ওয়েবসাইট থেকে মার্কশীট সহ রেজাল্ট দেখতে পারবেন। বাংলাদেশের সকল বোর্ড পরীক্ষার রেজাল্ট একটি ওয়েবসাইটে দেওয়া হয়। আজকের পোস্টে এই ওয়েবসাইট থেকে মোবাইলে এস এস সি রেজাল্ট দেখার নিয়ম দেখানো হয়েছে। যারা যারা কিভাবে রেজাল্ট দেখতে হয় তা জানেন না, তারা সম্পূর্ণ পোস্ট টি পড়ুন।

এস এস সি পরীক্ষার রেজাল্ট ২০২৩

গত ২ মাস আগে এস এস সি পরীক্ষা শেষ হয়েছে। আজকে ২৮ শে জুলাই এস এস সি পরীক্ষার রেজাল্ট দিবে। সবাই হয়তো জানেন না কিভাবে রেজাল্ট বের করতে হয়। রেজাল্ট দেখার জন্য আপনার একটি মোবাইল এবং এস এস সি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড বা প্রবেশ পত্র লাগবে। এরপর গুগল থেকে বাংলাদেশে শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে চলে যাবেন। নিচের অংশে বিস্তারিত দেখানো হয়েছে।

রেজাল্ট দেখার নিয়ম

প্রায় ৩ ভাবে এস এস সি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম রয়েছে। একটি হচ্ছে মোবাইলে এস এম এস এর মাধ্যমে এবং দুই টি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে। রেজাল্ট দেখার জন্য বাংলাদেশে শিক্ষামন্ত্রনালয়ের দুই টি অফিসিয়াল ওয়েবসাইট আছে। যেখান থেকে মার্কশীট সহ রেজাল্ট দেখতে পারবেন এবং নম্বর পত্র পিডিএফ সংগ্রহ করতে পারবেন। রেজাল্ট দেখার নিয়ম ও পদ্ধতি গুলো ধাপে ধাপে দেখানো হয়েছে এই পোস্টে।

মোবাইলে এস এস সি রেজাল্ট দেখার নিয়ম

আমাদের সবার কাছে স্মার্ট ফোন আছে। হাতে থাকা এই মোবাইল থেকেই নিজ নিজ ভাবে পরীক্ষার ফলাফল জানতে পারবেন। তাই প্রথমে গুগল থেকে http://www.educationboardresults.gov.bd/ এবং https://eboardresults.com/v2/home দুইটি ব্যবহার করতে হবে। এখানে মোবাইলে এস এস সি রেজাল্ট দেখার নিয়ম ও সকল পদ্ধতি গুলো শেয়ার করা আছে।

অনলাইনে মোবাইলে এস এস সি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম

এই পোস্টে অফিসিয়াল ২ টি ওয়েবসাইট থেকেও রেজাল্ট বের করার নিয়ম দেখানো হয়েছে। আপনি যেকোনো একটি থেকে রেজাল্ট দেখবেন। যদি সম্পূর্ণ স্কুলের রেজাল্ট দেখতে চান, তাহলে অবশ্যই ২ নাম্বার ওয়েবসাইট টি ভিজিট করতে হবে।

www.educationboardresults.gov.bd থেকে রেজাল্ট দেখার নিয়ম

১। প্রথমে গুগলে educationboardresults.gov.bd লিখে সার্চ দিন। সার্চ দেওয়ার পর প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে, সেটিতে ক্লিক করুন।

এসএসসি রেজাল্ট দেখার নিয়ম 

২। এখন নিচে দেখানো ছবির মতো ইন্টারফেস দেখতে পারবেন।

এসএসসি রেজাল্ট দেখার নিয়ম 

৩। এখন SSC/DAKHIL সিলেক্ট করুন।

৪। পরীক্ষার সাল লিখুন। যেহেতু ২০২৩ সালের রেজাল্ট দেখবেন, তাই খালিঘরে ২০২৩ দিবেন।

৫। আপনার পরীক্ষার বোর্ড লিখুন।

৬। এখন বোর্ড রোল নাম্বার দিন।

৭। এবার আপনার রেজিস্ট্রেশন নাম্বার লিখুন।

৮। এখন একটি captcha কোড দেখতে পাবেন। সেটি শূন্যস্থানে লিখেদিন।

৯। এরপর সাবমিট বাটনে ক্লিক করুন।

https://eboardresults.com/v2/home থেকে রেজাল্ট দেখা নিয়ম

১। প্রথমে গুগলে https://eboardresults.com/v2/home লিখে সার্চ করুন এবং প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন।

২। এই ওয়েবসাইট টি দেখতে নিচের ছবির মতো হবে।

eboardresults থেকে রেজাল্ট দেখা নিয়ম 

৩। এখন Examination সিলেক্ট করুন। ssc/dakhil/equivalent
৪। Year লিখুন। যে সালের রেজাল্ট দেখতে চাচ্ছেন।
৫। Result Type এ Individual Result সিলেক্ট করুন।
৬। আপনার বোর্ড রোল লিখুন।
৭। এখন রেজিস্ট্রেশন নাম্বার দিন।
৮। একটি Security Key (4 digits) থাকবে সেটি শূন্যস্থানে লিখুন।
৯। শেষ ধাপ, এই ধাপে আপনি Get Resultএ ক্লিক করুন।

মোবাইলে এস এম এস এর মাধ্যমে এস এস সি রেজাল্ট দেখার নিয়ম

মোবাইলে এস এম এস এর মাধ্যমে যেকোনো বোর্ডের রেজাল্ট দেখা যাবে। এজন্য একটি নির্ধারিত কোডে এস এম এস পাঠাতে হবে। এস এম এস এর জন্য নির্ধারিত পরিমাণে চার্জ কেটে নেওয়া হবে। যেভাবে এস এম এস দিয়ে রেজাল্ট দেখবেন, তা নিচের অংশ থেকে দেখেনিন।

১। মোবাইলের মেসেজ অপশনে চলে যানে।
২। এখন এস এস সি লিখুন। এরপর একটি স্পেস দিতে হবে।
৩। এখন বোর্ড লিখুন। আবার একটি স্পেস দিন।
৪। এখন আপনার বোর্ড রোল দিন এবং একটি স্পেস ব্যবহার করুন।
৫। পরীক্ষার সাল লিখুন।
৬। সর্বশেষ 16222 নাম্বারে এস এম এস পাঠিয়ে দিন। কিছুক্ষণের মধ্যেই আপনার রেজাল্ট টি এস এম এস এর মাধ্যমে দেখানো হবে।

উদাঃ SSC DHA 157489 2023

সকল বোর্ডের প্রথম তিন অক্ষর

এক এক বোর্ডের জন্য এক এক রকমের বোর্ড কোড রয়েছে। প্রতিটি বোর্ডের জন্য প্রথম ৩ অক্ষর দিয়ে বোর্ডের নাম লিখতে হবে। নিচে সকল বোর্ডের জন্য যে নাম ব্যবহার করতে হবে তা দেওয়া আছে।

  • DHAKA BOARD —— DHA
  • CHITTAGONG BOARD —– CHI
  • RAJSHAHI BOARD — RAJ
  • COMILLA BOARD — COM
  • SYLHET BOARD — SYL
  • BARISAL BOARD —- BAR
  • JESSORE BOARD —-JES

ঢাকা বোর্ড এসএসসি রেজাল্ট ফরমেট
SSC< Space >DHA< Space> Roll < Space > 2023

রাজশাহী বোর্ড এসএসসি রেজাল্ট  ফরমেট
SSC< Space >Raj< Space> Your Roll < Space > 2023

চট্টগ্রাম বোর্ড এসএসসি রেজাল্ট  ফরমেট
SSC< Space >Chi< Space> Your Roll < Space > 2023

কুমিল্লা বোর্ড এস এস সি রেজাল্ট  ফরমেট
SSC< Space >com< Space> Your Roll < Space > 2023

সিলেট বোর্ড এসএসসি রেজাল্ট  ফরমেট
SSC< Space >syl< Space> Your Roll < Space > 2023

বরিশাল বোর্ড এসএসসি রেজাল্ট  ফরমেট
SSC< Space >Bar< Space> Your Roll < Space > 2023

যশোর বোর্ড এসএসসি রেজাল্ট  ফরমেট
SSC< Space >Jes< Space> Your Roll < Space > 2023

দিনাজপুর বোর্ড এস এস সি রেজাল্ট  ফরমেট
SSC< Space >dij< Space> Your Roll < Space > 2023

মোবাইলে এস এস সি পরীক্ষার মার্কশীট সংগ্রহ করার নিয়ম

মোবাইলে রেজাল্ট দেখার পাশা-পাশি নম্বর পত্র বা মার্কশীট দেখা যাবে।  মার্কশীট দেখার জন্য প্রথমে উপরের অংশে দেখানো রেজাল্ট বের করার নিয়ম টি ফলো করবেন। প্রথমে রেজাল্ট বের করবেন। এরপর গুগলের উপরের দান দিকে ৩ ডট  বা মেনু অপশন দেখতে পাবেন। সেখানে শেয়ার নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর পিডিএফ এ ফাইলে চলে যাবেন। এরপর ave as PDF এখানে ক্লিক করে পিডিএফ সেভ করে নিবেন। এরপর এটি চাইলে প্রিন্ট করে বের করে নিতে পারেন। এভাবে মার্কশীট বের করতে হবে। এটি করতে হবে https://eboardresults.com/v2/home এই ওয়েবসাইট ব্যবহার করে।

শেষ কথা

পরীক্ষার রেজাল্ট ১১ টার পর থেকে দেওয়া শুরু হবে। তাই ১১ টার পূর্বে সার্ভারে রেজাল্ট পাবেন না। আশা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভালোলেগেছে এবং এই পোস্ট থেকে মোবাইলে এস এস সি রেজাল্ট দেখার নিয়ম জানতে পেরেছেন। এই রকম আরও পোস্ট পেতে আমার সাথেই থাকুন।

আরও দেখুনঃ

পিডিএফ সহ এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *