এই পোস্টে ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর দেওয়া আছে। অধ্যায়টির নাম হচ্ছে ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। এই অধ্যায় থেকে অনেক পরীক্ষায় mcq বা বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া থাকে। নিচে থেকে mcq প্রশ্নের উত্তর গুলো পড়ে নিন।
ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম MCQ
১. সতীদাহ প্রথা বিলোপ সাধনে কোন সংস্কারক অগ্রণী ভূমিকা পালন করেছিলেন?
ক. রাজা রামমোহন রায়
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ ক
২. ১৭৫৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ইংরেজ শাসনামলকে কী বলে?
ক. ঔপনিবেশিক যুগ
খ. ইংরেজ যুগ
গ. নতুন শাসনামল
ঘ. বাণিজ্য যুগ
উত্তরঃ ক
৩. ভাস্কো দা গামা কত সালে ভারতের কালিকট বন্দরে পৌঁছেন?
ক. ১৪২৫ সালে
খ. ১৪৯৮ সালে
গ. ১৫২৫ সালে
ঘ. ১৫৭৮ সালে
উত্তরঃ খ
৪. আল বুকার্ক কে ছিলেন?
ক. দক্ষ শাসক
খ. দক্ষ নাবিক
গ. দক্ষ সেনাপতি
ঘ. দক্ষ যোদ্ধা
উত্তরঃ খ
৫. ব্রিটিশবিরোধী আন্দোলনের চূড়ান্ত বীজ রোপিত হয়েছিল কত সালে?
ক. ১৯০০ সালে
খ. ১৯০৫ সালে
গ. ১৯১৪ সালে
ঘ. ১৯৩২ সালে
উত্তরঃ খ
৬. কত সালে মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯০৬ সালে
খ. ১৯১৮ সালে
গ. ১৯১৯ সালে
ঘ. ১৯২১ সালে
উত্তরঃ ক
৭. বাংলায় ১৭৫৭ সালের পর যে শাসন প্রতিষ্ঠিত হয় তাকে কী বলে?
ক. ইংরেজ শাসন
খ. ব্রিটিশ শাসন
গ. ঔপনিবেশিক শাসন
ঘ. বণিক শাসন
উত্তরঃ গ
৮. নবাব সিরাজউদ্দৌলা কত বছর বয়সে সিংহাসনে বসেন?
ক. ২০ বছর
খ. ২২ বছর
গ. ২৫ বছর
ঘ. ২৮ বছর
উত্তরঃ খ
৯. দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে ইংল্যান্ডে স্থাপিত হয়?
ক. ১৬০০ সালে
খ. ১৬৫০ সালে
গ. ১৬৮৫ সালে
ঘ. ১৬৯০ সালে
উত্তরঃ ক
১০. ফরাসিরা বাংলায় কত সালে প্রবেশ করে?
ক. ১৬৬০ সালে
খ. ১৬৬২ সালে
গ. ১৬৬৪ সালে
ঘ. ১৬৮০ সালে
উত্তরঃ খ
১১. ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন কবে হয়েছিল?
ক. ১৮৫০ সালে
খ. ১৮৫৮ সালে
গ. ১৮৬৯ সালে
ঘ. ১৮৭৫ সালে
উত্তরঃ গ
১২. কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৮৫৭ সালে
খ. ১৮৫৯ সালে
গ. ১৮৬২ সালে
ঘ. ১৮৭২ সালে
উত্তরঃ ক
১৩. বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে?
ক নবাব সিরাজউদ্দৌলা
খ নবাব আলীবর্দী খাঁ
গ ফখরুদ্দিন মোবারক শাহ
ঘ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি
উত্তরঃ গ
১৪. শশাঙ্কের মৃত্যুর পর একশত বছরকে মাৎস্যন্যায়ের যুগ বলা হয়। কারণ তখন-
র. দেশে সর্বত্র বিশৃঙ্খলা বিরাজ করত
রর. বড়মাছ ছোট ছোট মাছকে ধরে খেয়ে ফেলত
ররর. শাসকবর্গ সুশাসনে অক্ষম ছিল
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
উত্তরঃ খ
১৫. ইংরেজরা কীভাবে অনুগত শ্রেণি তৈরি করেছিল?
ক দেশ বিভাগের মাধ্যমে
খ কুসংস্কার দূরিকরণের মাধ্যমে
গ ভারত শাসন আইন প্রণয়নের মাধ্যমে
ঘ চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে
উত্তরঃ ঘ
১৬. কত সালে ওয়েস্টফালিয়ার চুক্তি হয়?
ক ১৬৪৭
খ ১৬৪৮
গ ১৬৪৯
ঘ ১৬৫০
উত্তরঃ খ
১৭. ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে বাংলায় প্রবেশ করে?
ক. ১৬২০ সালে
খ. ১৬৩০ সালে
গ. ১৬৫৫ সালে
ঘ. ১৬৭৫ সালে
উত্তরঃ ক
১৮. কিসের মাধ্যমে খুব অল্প সময়ে ও কম খরচে দেশে-বিদেশে চিঠি ও তথ্য আদান-প্রদান করা যায়?
ক ই-কমার্স
খ ই-মেইল
গ ফেসবুক
ঘ টুইটার
উত্তরঃ খ
১৯. ‘ভাগ করো, শাসন করো’—এ নীতির প্রবক্তা কারা?
ক. পর্তুগিজরা
খ. ব্রিটিশরা
গ. ভারতীয়রা
ঘ. ফরাসিরা
উত্তরঃ খ
২০. ‘বর্গী’ কাদের বলা হতো?
ক সেনদের
খ তুর্কীদের
গ আফগানদের
ঘ মারাঠাদের
উত্তরঃ ঘ
৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
১. মৌর্যদের পর ভারতে কোন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়?
ক মোঘল
● গুপ্ত
গ পাল
ঘ সেন
২. বাংলার স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে কত সালে?
ক ১২০৬
খ ১৩৩৮
● ১৫৩৮
ঘ ১৫৭৬
৩. চার শতকে উত্তর বাংলা ও দক্ষিণ-পূর্ব বাংলার কিছু অংশ ‘ক’ নামক সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। উক্ত সাম্রাজ্য ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল। ‘ক’ নামক সাম্রাজ্যের সাথে নিচের কোন সাম্রাজ্যের সাদৃশ্য রয়েছে? (প্রয়োগ)
ক মৌর্য
● গুপ্ত
গ মোগল
ঘ পাল
৪. এদেশে ইংরেজদের শিক্ষা বিস্তারের ফলে-
● প্রচলিত বিশ্বাস ভঙ্গ হয়
খ মানুষের মনে হিংসা দানা বাঁধে
গ ভ্রাতৃত্ব গড়ে উঠে
ঘ জনমনে অসন্তোষ সৃষ্টি হয়
৫. কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?
ক ১৬৫৭
খ ১৭৫৭
● ১৮৫৭
ঘ ১৯৫৭
৬. ব্রিটিশ ভারতে প্রথম ভাইসরয় কে ছিলেন?
ক লর্ড বেন্টিঙ্ক
● লর্ড ক্যানিং
গ লর্ড কার্জন
ঘ লর্ড হার্ডিঞ্জ
৭. সুশাসন প্রতিষ্ঠায় বাংলাকে দুইভাগ করার প্রস্তাব দেন কে?
ক লর্ড বেন্টিক
● লর্ড কার্জন
গ লর্ড হার্ডিঞ্জ
ঘ লর্ড ক্লাইভ
৮. কোন শক্তির হাতে সেন শাসনের অবসান ঘটে?
ক আর্য
খ মৌর্য
গ পাল
● মুসলিম
৯. কোন তারিখে ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাস হয়?
● ১৮৫৮ সালের ২ আগস্ট
খ ১৮৫৮ সালের ২ সেপ্টেম্বর
গ ১৮৫৮ সালের ২ অক্টোবর
ঘ ১৮৫৮ সালের ২ নভেম্বর
১০. কত সালে ফখরুদ্দিন মোবারক শাহ বাংলার স্বাধীন সুলতানি প্রতিষ্ঠা করেন?
ক ১২৩৮
● ১৩৩৮
গ ১৪৪৮
ঘ ১৫৩৮
১১. সতীদাহ প্রথা বিল কে পাস করেন?
ক লর্ড ডালহৌসি
খ লর্ড হার্ডিং
● লর্ড উইলিয়াম বেন্টিংক
ঘ লর্ড ওয়েলেসলি
১২. ইংরেজদের এদেশে শিক্ষা বিস্তারের উদ্দেশ্য ছিলো-
ক বাণিজ্য বিস্তার করা
খ আয় বৃদ্ধি করা
● শাসন স্থায়ী করা
ঘ জনকল্যাণ করা
১৩. ১৮৫৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কেন প্রতিষ্ঠিত হয়?
● গবেষণার জন্য
খ মুসলমানদের সন্তুষ্ট করার জন্য
গ হিন্দুদের সন্তুষ্ট করার জন্য
ঘ ব্রিটিশদের শাসন পাকাপোক্ত করার জন্য
১৪. বহিরাগত শাসকদের বাংলার দিকে দৃষ্টি ছিল কেন? (অনুধাবন)
● ধনসম্পদের কারণে
খ খনিজ সম্পদের কারণে
গ মৎস্য সম্পদের কারণে
ঘ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে
১৫. মৌর্যদের পর ভারতে কোন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়? (জ্ঞান)
ঘ পাল
খ সেন
● গুপ্ত
ঘ আর্য
১৬. কত শতকে উত্তর বাংলায় প্রথম বাঙালি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়? (জ্ঞান)
ক চার
খ পাঁচ
গ ছয়
● সাত
১৭. নিচের কোন বংশ বাংলায় কোনো শাসন প্রতিষ্ঠা করেনি? (জ্ঞান)
ক মৌর্য
খ গুপ্ত
● আর্য
ঘ পাল
১৮. কে খ্রিষ্টপূর্ব তিন শতকে বাংলার উত্তরাংশ দখল করেন? (জ্ঞান)
● মহামতি অশোক
খ রাজা শশাঙ্ক
গ রাজা লক্ষণসেন
ঘ সম্রাট হুমায়ুন
শেষ কথা
আশা করছি এই পোস্ট আপনাদের ভালোলেগেছে এবং এখান থেকে ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও পোস্ট পেতে আমার সাথেই থাকুন।
আরও দেখুনঃ
৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ প্রশ্ন উত্তর
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
আমি সুজন। আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি ঢাকা পলিটেকনিকে পড়ালেখা করছি। আমার পড়া লেখার পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।