মহার্ঘ ভাতা হচ্ছে মালিক কর্তৃপক্ষ কর্তৃক প্রধানকৃত কর্মচারীদের জন্য বিশেষ এক ধরনের সুবিধা বা অনুদান। দ্রব্যমূলের উত্তরগতি ও অন্যান্য সমস্যার সম্মুখীন যাতে কর্মীরা না হয় এই কারণে বেতনের সাথে অতিরিক্ত ভাতা হিসেবে এটি প্রদান করা হয়ে থাকে। বাংলাদেশের অনেক বড় বড় কোম্পানি এবং বাংলাদেশ সরকার কর্তৃক সকল সরকারি চাকরিজীবীদের কে মহার্ঘ ভাতা প্রদান করা হয়ে থাকে।
বিভিন্ন ধরনের উৎসবের ক্ষেত্রে এই ভাতা প্রদান করা হয়। অনেকদিন যাবত বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছেনা বিদায় বর্তমানে তারা অনেক হতাশাগ্রস্থ। তার আশাবাদী অতিশীঘ্রই নতুন পে স্কেল ঘোষণা করার পাশাপাশি মহার্ঘ ভাতা ও বৃদ্ধি করবে। এজন্য অনেক সরকারি কর্মজীবীরা ইন্টারনেটে মহার্ঘ ভাতা সর্বশেষ খবর জানার জন্য খুঁজে থাকে।
তাই আপনাদের সাথে আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে নতুন জাতীয় পে স্কেল এবং আজকের মহার্ঘ ভাতা সর্বশেষ খবরা-খবর জানানোর চেষ্টা করব। সুতরাং আপনি যদি একজন সরকারি বা বেসরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে এই পোস্টটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। দয়া করে সম্পূর্ণ পোস্টটি পড়ুন এবং আপনার কোন মন্তব্য থাকলে নিচের কমেন্ট বক্সে লিখুন।
মহার্ঘ ভাতা কি?
আপনি কি জানেন মহার্ঘ ভাতা কি? মহার্ঘ ভাতাকে ইংরেজীতে Dearness Allowance বলা হয়। নিয়োগকারী বা মালিক কর্তৃক নিয়োগকৃত কর্মচারীদেরকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে যাওয়ার সাথে জীবনযাপনে কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা প্রদান করে তা-ই মহার্ঘ ভাতা । মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সাথে অতিরিক্ত প্রদান করা হয় । এটি প্রতি মাসেই দেয়া হয়ে থাকে ।
হিসাব বিজ্ঞানের ভাষায় মহার্ঘ ভাতা হচ্ছে কর্তৃপক্ষ অর্থাৎ মালিক বা প্রতিষ্ঠানের নিকট একটি ব্যয়, অন্যদিকে শ্রমিক বা কর্মীদের নিকট এটি একটি আয়। শ্রমিক বা কর্মচারীদের সাময়িক ভাবে মূল বেতনের সাথে যে অতিরিক্ত ভাতা বা অর্থ প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদান করা হয় তাই “মহার্ঘ ভাতা” বলে পরিচিত।
যেমন কারও মাসিক বেতন ১০,০০০ টাকা, আর মহার্ঘ ভাতা যদি হয় ১০% তাহলে তার বেতন দাঁড়াবে ১১,০০০ টাকা । সরকারী বা বেসরকারী উভয় ধরনের প্রতিষ্ঠানে মহার্ঘ ভাতা দেয়া হয়। মূলত দ্রব্যমূল্যের সাথে সমন্বয় ও মূল্যস্ফিতির সাথে বাজার মূল্যের সমন্বয়ে জীবনযাত্রার মান ঠিক রাখতে এ ভাতা প্রদান করা হয়।
মহার্ঘ ভাতা সর্বশেষ খবর আজ ২০২৪
আগামী ২০২৩-২৪ অর্থবছরে সকল সরকারি চাকরিজীবীদের কে বেতন স্কেলের সাথে কত শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করা হবে এ নিয়ে একটি ইঙ্গিত প্রকাশিত হয়েছে। ধারণা করা হচ্ছে যে মহার্ঘভাতা মূল বেতন স্কেলের ১০, ১৫ বা ২০ শতাংশ হবার সম্ভাবনা রয়েছে। তবে এখন পর্যন্ত নির্দিষ্ট করে কিছুই বলা যাচ্ছে না। আগামী বাজেটের সময় সরকারি চাকরিজীবীগণ তাদের বেতনের সাথে কত শতাংশ মহার্ঘ ভাতা পাবে তা জানানো হবে।
২০০৯ সালের জাতীয় বেতন স্কেল জারি করার পর ২০১৩ সালে মহার্ঘ ভাতা প্রদানের আদেশ জারি করা হয়। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থ লগ্নী প্রতিষ্ঠানসমূহের সকল কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্ভর্তীকালীন ব্যবস্থা হিসেবে তাদের মূল বেতনের ২০% (বিশ শতাংশ) হারে মাসিক সর্বনিম্ন ১৫০০/- (এক হাজার পাঁচশত টাকা এবং সর্বোচ্চ ৬০০০/- (ছয় হাজার) টাকা মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নবম পে স্কেল ২০২৩ এর সর্বশেষ খবর জানুন
মূলত নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ও অন্যান্য দ্রব্যের দাম বাড়ার কারণে সমন্বয় সাধন করার উদ্দেশ্যেই বেতনের সাথে অতিরিক্ত হিসেবে এই মহার্ঘ ভাতা প্রদান করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু সর্বশেষ ২০১৩ সালে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং বর্তমানে ২০২৩ সাল চলমান। মানে বিগত ১০ বছর যাবত খুব অল্প পরিমাণ মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীরা। অতিশীঘ্রই এই ভাতার পরিমান বাড়ানো উচিত বলে সরকারি কর্মজীবীরা মনে করেন।
মহার্ঘ ভাতা ২০২৩
বর্তমান বাজার মূল্যের সাথে ১১-২০ গ্রেডের কর্মচারীদের বেতন ভাতার সমন্বয় কোনভাবে বার্ষিক ৫% বেতন বৃদ্ধির মাধ্যমে সময় হচ্ছে না। দ্রুত গতিতে দ্রব্যমূল্য বৃদ্ধি ও জীবন যাত্রার মানের সাথে খাপ খাওয়াতে মহার্ঘ ভাতা প্রদান আবশ্যক হয়ে পড়েছে। ২০১৫ সালের জাতীয় পে স্কেল জারির পর সম্প্রতি শিক্ষানবিশকাল শেষে ব্যাংকারদের সর্বনিম্ন বেতন হবে ৩৯ হাজার টাকা বেসরকারি খাতের ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সর্বনিম্ন বেতন-ভাতা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের একনিষ্ঠতা, নৈতিকতা, মনোবল ও কর্মস্পৃহা অটুট রাখার লক্ষ্যে তাঁদের যথাযথ বেতন-ভাতা প্রদান আবশ্যক।মন্ত্রণালয়/বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরে নিয়ােগ/পদোন্নতি সংশ্লিষ্ট কাজের সম্মানী/পারিতােষিক হার পুন:নির্ধারণ করে প্রায় ৪০% বাড়ানো হয়েছে।
অন্যদিকে ২০১৫ সালে অষ্টম পে স্কেল গঠন হবার পর বর্তমানে আট বছর পেরিয়ে গেলেও নবম জাতীয় পে স্কেলের কোন তথ্য প্রকাশ করা হচ্ছে না। এদিকে বাংলাদেশ দ্রব্যমূলের দাম হু হু করে বেরিয়ে চলেছে। যার কারণে সকল সরকারি চাকরিজীবীরা বর্তমানে অনেক কষ্টে তাদের দিন পার করছে। তাদের দাবি যে অতিশীঘ্রই নবম জাতীয় বে স্কেল গঠন করা হোক এবং তাদের দাবিগুলো মেনে নেওয়া।
সর্বশেষ কথা
আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে মহার্ঘ ভাতা কি তা জানানোর পাশাপাশি মহার্ঘ পাতার আজকের সর্বশেষ খবরাখবর জানানোর চেষ্টা করেছি। আশা করি এই পোস্টের মাধ্যমে আপনি বেশ কিছু তথ্য জানতে পেরেছেন। এছাড়াও নবম পে স্কেল গঠনের অগ্রগতি সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি।
আরও দেখুনঃ
নবম পে স্কেল ২০২৪ এর সর্বশেষ খবর । যেমন হওয়া চাই জাতীয় পে-স্কেল
নতুন পে স্কেল কবে হবে ২০২৪ – নবম জাতীয় পে স্কেল
আমি সুজন। আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি ঢাকা পলিটেকনিকে পড়ালেখা করছি। আমার পড়া লেখার পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।
ধন্যবাদ
Aei muhurtei 9th pay scale
chai