বাবা এমন একটি শব্দ যে শব্দটি পৃথিবীর প্রতিটি সন্তানের কাছে শ্রেষ্ঠ একটি মধুর ডাক দুনিয়াতে যখন আপনার পিছনে কেউ থাকবে না তখন দেখবেন ঠিকই আপনার পিছনে আপনার বাবা দাঁড়িয়ে আছে। প্রতিটি সন্তানের পিছনে বাবা বট গাছের মতো সব সময় দাঁড়িয়ে থাকে।
পৃথিবীতে বাবার থেকে কেউ আর সন্তানকে ভালোবাসে না একমাত্র বাবাই তার সন্তানকে সবচাইতে বেশি ভালোবাসে।তাই আপনারা যারা বাবাকে নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, কবিতা, উক্তি, গল্প খোঁজ করিতেছেন তারা অবশ্যই আমার এই আর্টিকেলটি পড়বেন।
বাবাকে নিয়ে ক্যাপশন
পৃথিবীতে বাবার থেকে কেউ আর আপন নেই, একমাত্র বাবাই তার সন্তানকে সবচাইতে বেশি ভালোবাসে এবং তাই যে সকল সন্তান বাবাকে নিয়ে ক্যাপশন খোঁজ করিতেছেন তারা অবশ্যই আমার এই আর্টিকেল পড়বেন।
সত্যিকারের একজন বাবা সত্যিকারের একজন সন্তানকে এতটাই ভালো বানাতে চান যেটা সত্যিকারের একজন বাবা হতে চেয়েছিল।
প্রতিটা বাবা তার সন্তানকে একটি স্বপ্ন দিয়েছেন, সেই স্বপ্ন দ্বারা সে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে।
বাবাই একমাত্র ব্যক্তি যার নিজের পকেট খালি থাকলেও সন্তানকে হতাশ করে না।
পৃথিবীর সেরা বাবা মানেই সেরা মানুষ বা আদর্শ মানুষ নয়। কারণ একজন চোরের সন্তানের কাছেও তার বাবা একজন পৃথিবীর সেরা বাবা।
পৃথিবীতে প্রতিটি সন্তান তার বাবাকে খুব ভালোবাসে কিন্তু মুখে বলতে পারে না যে বাবা তোমাকে ভালোবাসি।
বাবাকে নিয়ে স্ট্যাটাস
জীবনে বাবার গুরুত্ব অপরিসীম বাবা-মাত্র দুটি শব্দ কিন্তু এর বিশালতা অনেক বড়। বাবা হলেন তপ্ত রোদের শীতল ছায়া পৃথিবীর বুকে আল্লাহর সৃষ্টির অনন্য এক উদাহরণ। আমাদের জন্মের পর থেকেই নিঃস্বার্থভাবে যিনি আমাদের সকল চাহিদা পূরণ করতে থাকেন তিনি হচ্ছেন প্রিয় বাবা। সেই নিঃস্বার্থ বাবাকে নিয়ে বলার মতো কোন উদাহরণই পৃথিবিতে আছে বলে আমার মনে হয় না।
প্রিয় বাবা আমাকে মানুষ করতে! তোমার ঝরানো প্রতিটি ঘামের ফোঁটা যেন জান্নাতের এক একটা নদী হয়।
বাবা মসজিদ থেকে নামাজের পরে শিন্নির প্যাকেট নিজে না খেয়ে তার সন্তানের জন্য বাড়িতে নিয়ে যায় এরই নাম হচ্ছে বাবা।
প্রতিটা বাবাদের পা অন্য সবার চেয়ে দ্রুত চলে? তা না হলে এতটা পথ এত কম সময় কি করে সব কিছু নিয়ন্ত্রণে রাখে?
বাবা হচ্ছে আমার গানের কলি, বাবা হচ্ছে আমার সামানক সুর, বাবা হলেন ১৩ নদী বিশাল সমুদ্দুর।
আমাদের বাবা গুলো লোহার মতো শক্ত ইস্পাতের মত মজবুত, আমরা বাবুদের কাছে প্রতিটি সমস্যা নিয়ে গেছি এবং বাবারা সমাধান করে দিছেন।
বাবাকে নিয়ে কবিতা
একটি সন্তান জন্ম থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত বাবার অনেক ভূমিকা । প্রতিটি সন্তানের জন্য বাবা যে কত গুরুত্বপূর্ণ সেই কথাটি শুধুমাত্র তার সন্তানই জানে। তাই আপনারা যারা বাবাকে নিয়ে কবিতা খোঁজ করিতেছেন তারা অবশ্যই আমার কবিতা গুলো পড়বেন।
বাবা – জাহিদুল ইসলাম
মনে পরে শীতের সকাল
তোমার কোলে লুকিয়ে থাকা,
মনে পরে সেই বিকেল
তোমার আঙুল ধরে হাটতে যাওয়া।
ইচ্ছে করে তোমার আদরে
ঘুমোবো আর একটিবার,
ইচ্ছে করে তোমার রক্তচক্ষু
আবার কাঁদাবে আমায়।
তোমার রক্তে আমার জন্ম,
তোমার শাসনে বেড়ে উঠা।
তোমার ঘামে দেখেছি জীবনের প্রতিচ্ছবি
চোখে দেখেছি বিজয়ের স্বপ্ন।
শীতের রাতে তোমার বুকে উষ্ণতা খুজি,
গ্রীষ্মের দুপুরে তোমার ছায়া’য় পাই শীতলতা।
আমি নত মস্তকে, তোমার চরণধূলি মেখে
হেটে যাই জীবনের পথে।
তুমি নাবিক মোর জীবন তরীর
তুমি বন্ধু শত আঘাতে,
তুমি সাহস তুমি প্রেরনা আমার অহঙ্কার
তুমি ঘুম ভাঙ্গানো পাখি আমার
প্রভাতে।
তুমি শ্রদ্ধা তুমি ভালবাসা
তুমি জীবন যুদ্ধে অঙ্গিকার,
তুমি সাহস তুমি শক্তি
তুমি রাহাবার পথ চলার।
আমার প্রতিটা কোষে আঁকা
তোমার অস্তিত্বের পদচিহ্ন।
ভালবাসি শুধু ভালবাসি
বাবা তোমাকে বড় ভালবাসি,
বহুদূরে থেকেও
বাবা তোমাতে ফিরে আসি।
তোমাকে বাবা তোমাকেই ভালবাসি
বাবা তোমাকে..…..…..…..…।
বাবাকে নিয়ে উক্তি
বড় বড় লেখকগণ বাবাকে ভালোবেসে তাদের বাবাদের জন্য বিভিন্ন উক্তি লিখে গিয়েছেন। আপনারা যারা বাবাকে ভালোবাসেন এবং বাবাকে নিয়ে উক্তি লেখাগুলো পেতে চাচ্ছেন তারা অবশ্যই আমার ওয়েবসাইটের মাধ্যমে লেখাগুলো পেয়ে যাবেন।
এই পৃথিবীতে ছেলে এবং বাবার ভালোবাসার কাছে কিছুই বড় হতে পারে না।
পৃথিবীতে যতদিন বেঁচে আছেন ততদিন জীবনটাকে বাবা-মায়ের মতো চালিয়ে নিতে হবে।
বাবা হচ্ছেন প্রতিটা সন্তানের কাছে প্রথম বন্ধু এবং প্রথম ভালোবাসা তাই সবাই বাবাকে ভালবাসে।
বাবা তোমার ভালোবাসা পৃথিবীর সবচেয়ে ভিন্ন প্রকাশ না করা ভালোবাসার মধ্যে সর্বশ্রেষ্ঠ।
তুমি আমার কাছে শিশির ভেজা সোনালী সকাল যাকে এক নজর দেখার জন্য আমি হয়ে যাই পাগল বাবা অনেক ভালবাসি তোমাকে।
বাবাকে নিয়ে গল্প
আপনি সারা জীবন বাবাকে নিয়ে গল্প লিখে শেষ করতে পারবেন না কারণ বাবা মানে একটি অসমাপ্ত গল্প। যে গল্পের কখনো শেষ হবে না কারণ বাবা মানে নতুন গল্প পৃথিবীতে বাবার ভালোবাসা সব সময় লুকিয়ে থাকে পৃথিবীর সবগুলো বাবা কখনোই তার সন্তানের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারে না।
তাই এই নয় যে বাবা তার সন্তানকে ভালোবাসে না। পৃথিবীর কোন বাবাই কখনো মুখে বলেন না তিনি তার সন্তানকে ভালোবাসেন। বাবা তার কাজের মাধ্যমে এবং বাবার নিরবতায় বুঝিয়ে দেয় এই পৃথিবীতে বাবার থেকে কেউ নিঃস্বার্থভাবে আমাদের কেউ ভালোবাসে না।
তাই বাবাকে নিয়ে গল্প লেখা শেষ করতে পারবো না, বাবার প্রতিটা মুহূর্ত প্রতিটা দিন প্রতিটা ঘন্টা প্রতিটা মিনিট এক একটি গল্প। তাই আমরা সবসময় চেষ্টা করব পৃথিবীর সকল বাবাকে ভালোবাসার জন্য পৃথিবীতে একমাত্র ভালোবাসাই পারে সকল বাবাকে সুখে এবং শান্তিতে রাখতে।