শবে বরাতের নামাজের নিয়ত ২০২৪ – আরবি ও বাংলা ভাষায়

পবিত্র শবে বরাতের নামাজ আদায় করা সকল মুসলমানদের জন্য কর্তব্য। কারণ এই নামাজের মাধ্যমে মহান আল্লাহ তা’আলা তাঁর বান্দাদেরকে ক্ষমা করে দেন। পবিত্র শবে বরাতের রাতে নফল নামাজের মাধ্যমে সারারাত এবাদত করা যায়। শবে বরাতের নামাজের নিয়ম না জেনে থাকলে শুরুতে শবে বরাতের নামাজ কিভাবে পড়তে হয় তা জেনে নিন। এছাড়াও আপনাকে শবে বরাতের নামাজের নিয়ত সম্পর্কে জানতে হবে।

বাংলা ও আরবি উভয় ভাষাতে চাইলে আপনি পবিত্র শবে বরাতের নামাজের নিয়ত করতে পারেন। ইন্টারনেটে অনেকেই এই নামাজের নিয়ত সম্পর্কে জানতে চেয়েছেন। তাই আজকের এই পোস্টে আপনার জন্য বাংলা ও আরবি ভাষায় শবে বরাত নামাজের নিয়ত নিয়ে আলোচনা করা হয়েছে। নামাজ শুরু করার পূর্বে অবশ্যই শবে বরাতের নামাজের নিয়ম ও নিয়ত সম্পর্কে সম্পূর্ণ ভালোভাবে জেনে নিন।

বি.দ্রঃ আজকে পবিত্র শবে বরাতের নামাজ অনুষ্ঠিত হবে।

শবে বরাতের নামাজের নিয়ত

পবিত্র শবে বরাত কে লাইলাতুল বরাতও বলা হয়ে থাকে। পবিত্র শবে বরাতের ইবাদত হচ্ছে একটি নফল ইবাদত। যে কোন নফল ইবাদতের জন্য নফল নামাজ আদায় করা সর্বোত্তম। তাই পবিত্র এই ভাগ্য রজনীতে সকল মুসল্লিগণ নফল নামাজ আদায় করে থাকেন। শবে বরাতের নামাজ আদায় করতে হলে সর্বপ্রথম আপনাকে নামাজের নিয়ত করতে হবে।

অজু করে জায়নামাজে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে সর্বপ্রথম শবে বরাতের নফল নামাজের নিয়ত করা আবশ্যক। আপনি যদি আরবি ভাষা জানেন তাহলে আরবি ভাষায় নিয়ত করতে পারবেন। আবার অনেকেই আরবি ভাষা জানে না, সে ক্ষেত্রে তারা বাংলা ভাষাতে নিয়ত করতে পারবে।

দেখুনঃ শবে বরাত নামাজ পড়ার নিয়ম জেনে নিন এখানে ক্লিক করে

শবে বরাতের নামাজের নিয়ত বাংলা

বাংলাদেশে বসবাসরত বেশিরভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলে থাকে। খুব অল্প সংখ্যক মানুষ আছেন যারা আরবি ভাষা ভালোভাবে জানেন বা বোঝেন। বা পবিত্র শবে বরাতের নামাজের জন্য অনেকেই বাংলা ভাষায় নিয়ত করে থাকে। তাই অনেকে ইন্টারনেটে শবে বরাতের নামাজের নিয়ত বাংলা ভাষায় খুঁজে থাকেন। এজন্য এখন আমি আপনার সাথে কিভাবে আপনি বাংলা ভাষায় শবে বরাতের নফল নামাজের নিয়ত করবেন তা শেয়ার করব।

বাংলাঃ ‘শবে বরাতের দুই রাকাত নফল নামাজ/ সালাত কিবলামুখী হয়ে পড়ছি, আল্লাহু আকবর’।

শবে বরাতের নামাজের নিয়ত আরবি

পবিত্র কোরআন মাজিদের ভাষা হচ্ছে আরবি। অনেক মুসল্লিগণ আরবি ভাষার গুরুত্ব জানেও বুঝে। এজন্য তারা আরবি ভাষাতে নামাজের নিয়ত করে থাকে। ঠিক তেমনি পবিত্র শবে বরাতের নামাজের নিয়ত আরবি ভাষায় করা উত্তম। আপনি যদি আরবি ভাষা জেনে থাকেন তাহলে আরবীতেই এই নামাজের নিয়ত করতে পারেন। পবিত্র শবে বরাতের নামাজের নিয়ত আরবিতে পেতে হলে নিচের অংশ থেকে সংগ্রহ করুন।

আরবিঃ নাওয়াইতুআন্ উছল্লিয়া লিল্লা-হি তাআ-লা- রাকআতাই ছালা-তি লাইলাতিল বারা-তিন্ -নাফলি, মুতাওয়াজ্জিহান ইলা-জিহাতিল্ কাবাতিশ্ শারীফাতি আল্লা-হু আকবার।

শবে বরাতের নামাজের নিয়ত কি

আপনি যে কাজটি করতে যাচ্ছেন বা করবেন এরকম মনের ভিতর থেকে একটি ইচ্ছা পোষণ করাকেই নিয়ত বলা হয়ে থাকে। পবিত্র শবে বরাতের নামাজের ক্ষেত্রে আপনি আরবি অথবা বাংলা উভয় ভাষাতেই নিয়ত করতে পারবেন। বাংলায় নিয়ত করলে এই ভাবে করতে পারেনঃ “শব-ই-বরাতের দুই রাকাত নফল নামাজ/ সালাত কিবলামুখী হয়ে পড়ছি, আল্লাহু আকবর”।

শবে বরাতের নামাজের নিয়ত কিভাবে করতে হয়

যেকোনো ধরনের নামাজ অর্থাৎ নামাজটি সুন্নত হোক, নফল হোক বা ফরজ হোক আপনাকে সঠিক নিয়মে তা আদায় করতে হবে। নিয়ম মেনে নামাজ আদায় না করলে আপনার নামাজটি সঠিক হবে না। নামাজ শুরুর পূর্বে আপনাকে অবশ্যই নামাজের নিয়ত করতে হবে। আজকে পবিত্র শবে বরাত বা লাইলাতুল বরাতের রাত। অনেকেই ইন্টারনেটে তাই শবে বরাতের নামাজের নিয়ত কিভাবে করতে তা তা জানতে চেয়েছে। আপনি প্রথমে অজু করে জায়নামাজে কিবলামুখী হয়ে দাঁড়াবেন। তারপর আরবি অথবা বাংলা ভাষায় পবিত্র শবে বরাতের নফল নামাজের নিয়ত করবেন।

সর্বশেষ কথা

নামাজের প্রথম শর্ত হচ্ছে নিয়ত করা। সুতরাং নামাজ শুরু করার আগে সঠিকভাবে নামাজে নিয়ত করা জরুরী। আজকের এই পোস্টে আমি আপনার সাথে পবিত্র শবে বরাতের নামাজের নিয়ত শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি ইতোমধ্যে আপনি এই পোষ্টের মাধ্যমে আরবি ও বাংলা উভয় ভাষাতেই শবে বরাতের নামাজের নিয়ত সংগ্রহ করতে পেরেছেন। পবিত্র শবে বরাতের নামাজ সম্পর্কে আরো জানতে হলে নিচের দেওয়া লিংক গুলো ভিজিট করুন। ধন্যবাদ

আরও দেখুনঃ

পবিত্র শবে বরাত নামাজের নিয়ম, কত রাকাত ও কি কি

বাংলাদেশে পবিত্র শবে বরাত কবে ২০২৪ – শবে বরাতের নামাজ কত তারিখ

লাইলাতুল বরাত নামাজের নিয়ম ও নিয়ত ২০২৪

২৫০+ শবে বরাতের শুভেচ্ছা, মেসেজ, উক্তি, স্ট্যাটাস ও বানী

শবে বরাতের রোজা কয়টি, কবে ও নিয়ত সম্পর্কে জানুন

4 thoughts on “শবে বরাতের নামাজের নিয়ত ২০২৪ – আরবি ও বাংলা ভাষায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *