মাদ্রাসা দাখিল পরীক্ষার রুটিন ২০২৪ পিডিএফ

মাদ্রাসা শিক্ষাবোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে দাখিল পরীক্ষার রুটিন টি প্রকাশ করা হয়েছে। কিছুদিন আগে বাংলাদেশ শিক্ষামন্ত্রনালয় এস এস সি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশের সিদ্ধান্ত নিয়েছিলো। এখন মাদ্রাসা দাখিল পরীক্ষার রুটিন ২০২৪ পিএসএফ সংগ্রহ করা যাবে। মাদ্রাসা বোর্ডের রুটিন টি অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করে পিডিএফ আকারে এই পোস্টে শেয়ার করে দেওয়া হয়েছে।

মাদ্রাসা দাখিল পরীক্ষার রুটিন ২০২৪

রুটিন অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি থেকে দাখিল পরীক্ষা শুরু হবে। পরীক্ষাটি শেষ হবে মার্চ মাসের ১৪ তারিখে। এরপর থেকে সকল প্রতিষ্ঠানের ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার নাম্বার গুলো ৩০/০৩/২০২৪ তারিখের মধ্যে স্মারক লিপি,উত্তর পত্র সহ শিক্ষাবোর্ডের কাছে জমা দিতে হবে। পরীক্ষার সঠিক সময় ও তারিখ সম্পর্কে জানতে মাদ্রাসা দাখিল পরীক্ষার রুটিন ২০২৪ টি সংগ্রহ করে নিবেন।

বিষয়বিষয় কোডতারিখ
কুরআন মাজিদ ও তাজভিদ১০১১৫/০২/২০২৪
আরবি ১ম পত্র১০৩১৮/০২/২০২৪
আরবি ২য় পত্র১০৪২০/০২/২০২৪
গণিত১০৮২২/০২/২০২৪
বাংলা ১ম পত্র১৩৪২৫/০২/২০২৪
বাংলা ২য় পত্র১৩৫২৫/০২/২০২৪
হাদিস শরীফ১০২২৮/০২/২০২৪
আকাইদ ও ফিকহ১৩৩২৯/০২/২০২৪
ইংরেজি ১ম পত্র১৩৬০৩/০৩/২০২৪
ইংরেজি ২য় পত্র১৩৭০৫/০৩/২০২৪
কৃষি১১১
১১৩
১১৪
১১২
১১৬
১২৩
১৪৩
০৬/০৩/২০২৪
ইসলামের ইতিহাস১০৯
১৩০
১৩১
০৭/০৩/২০২৪
তাজভিদ১২১১০/০৩/২০২৪
জীব বিজ্ঞান১৩২১২/০৩/২০২৪
আইসিটি১৪০১৩/০৩/২০২৪
উচ্চতর গণিত১৬৫১৪/০৩/২০২৪

মাদ্রাসা দাখিল পরীক্ষার সময় সূচি ২০২৪

২০১৯ সালের পর এই প্রথম ফেব্রুয়ারি মাসে দাখিল পরীক্ষা শুরু হতে যাচ্ছে। পরীক্ষার তারিখ ও সময় সঠিক ভাবে পরিচালনা করার জন্য সকল বোর্ডের পরীক্ষার সময় সূচি প্রদান করা হয়েছে। প্রতি বোর্ডে এই একটি রুটিন মেনে পরীক্ষার পরিচালনা করতে পারবে। বাংলাদেশের মাদ্রাসা বোর্ডের জন্য একটি রুটিন ও এস এস সি দের জন্য আলাদা রুটিন দেওয়া হয়েছে। তবে পরীক্ষার তারিখ ও সময় সূচি গুলো একই।

  • পরীক্ষা শুরুঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • পরীক্ষা শেষঃ ১৪ মার্চ, ২০২৪
  • সময়ঃ সকাল ১১ টা থেকে দুপুর ১ টা

মাদ্রাসা দাখিল পরীক্ষার ব্যবহারিক সময় সূচি

মূল বিষয়ের পরীক্ষা গুলো শেষ হলে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শাখার পরীক্ষার্থীদের ব্যবহারিক নেওয়া হবে। বিজ্ঞান শাখায় মোট ৫ টি ব্যবহার আছে। ব্যবসায় ও মানবিক শাখায় ২ টি ব্যবহারিক নেওয়া হবে। কৃষিশিক্ষা ও আইসিটি। ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১৬/০৩/২০২৪ তারিখে এবং শেষ হবে ২১/০৩/২০২৪। মোট ৫ দিনে সকল ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার ক্রেন্দ্র বা নিজ নিজ প্রতিষ্ঠানেও ব্যবহারিক পরীক্ষার কার্যক্রম হতে পারে। ৩০/০৩/২০২৪ শনিবারের মধ্যে প্রিন্ট কপি এবং ব্যবহারিক উত্তর পত্র, স্মারক লিপি ও অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র রোল নাম্বার অনুসারে সাজিয়ে বোর্ডের দাখিল শাখার নিকট জমা দেওয়া লাগবে।

মাদ্রাসা দাখিল পরীক্ষার রুটিন ২০২৪ পিডিএফ

মাদ্রাসাবোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ইতোমধ্যে অরজিনাল রুটিন টি পাবলিশ করা হয়েছে। ঐ ওয়েবসাইট থেকে অরজিনাল রুটিনটি সংগ্রহ করেছি। এই পোস্ট থেকে মাদ্রাসা দাখিল পরীক্ষার রুটিন ২০২৪ পিডিএফ সংগ্রহ করা যাবে। এজন্য নিচে একটি পিডিএফ সংগ্রহ করার ঠিকানা দেওয়া আছে। সেখানে ক্লিক করে পিডিএফ সংগ্রহ করুন।

 পিডিএফ সংগ্রহ 

শেষ কথা

পরীক্ষা শুরু হওয়ার পূর্বেই সঠিক সময় সূচি সংগ্রহ কর নিবেন। এই পোস্টে দেওয়া মাদ্রাসা দাখিল পরীক্ষার রুটিন ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য। আশা করছি এই পোস্ট আপনাদের ভালোলেগেছে এবং এখান থেকে সূচি পত্র সংগ্রহ করে নিয়েছেন। এই রকম শিক্ষা সংক্রান্ত পোস্ট পেতে আমার সাথেই থাকুন।

আরও দেখুনঃ

২০২৪ সালের এসএসসি পরীক্ষার রুটিন মাদ্রাসা বোর্ড

২০২৪ এসএসসি পরীক্ষার রুটিন পিডিএফ সকল বোর্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *