এখানে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন MCQ দেওয়া আছে। এটি ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ৩য় অধ্যায়। মানুষ সমাজে মিলেমিশে বাস করে। এভাবে বাস করতে গিয়ে সে নিজের প্রয়োজনে নানা কিছু সৃষ্টি করে। মানুষের সৃষ্টিশীল সকল কাজই তার সংস্কৃতি। সমাজ ও অঞ্চল ভেদে সংস্কৃতির রূপ ভিন্ন হয়ে থাকে। বাংলাদেশের মানুষ ও সমাজের রয়েছে নিজস্ব সংস্কৃতি। এদেশের সংস্কৃতি কিন্তু এক জায়গায় থেমে নেই।
বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন MCQ
১. সংস্কৃতি আসলে কী?
ক. সাহিত্য, গান ও সাংস্কৃতিক চর্চা
খ. মানুষের জীবনযাপনের ধারা
গ. শিক্ষা ও প্রশিক্ষণ
ঘ. উন্নয়ন
উত্তরঃ খ
২. সংস্কৃতি কয় প্রকার?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
উত্তরঃ ক
৩. ঘরবাড়ি, আসবাব, হাতিয়ার ইত্যাদি কোন ধরনের সংস্কৃতি?
ক. বস্তুগত
খ. অবস্তুগত
গ. সামাজিক
ঘ. পারিবারিক
উত্তরঃ খ
৪. চিন্তাভাবনা, জ্ঞান, দক্ষতা, ব্যবহার, সাহিত্য ও শিল্পকলা ইত্যাদি কোন ধরনের সংস্কৃতি?
ক. বস্তুগত
খ. অবস্তুগত
গ. ব্যবহারিক
ঘ. সামাজিক
উত্তরঃ ক
৫. কী আবিষ্কারের মধ্য দিয়ে আদিম সমাজে জীবন ও জীবিকায় প্রথম পরিবর্তন আসে?
ক. আগুন
খ. হাতিয়ার
গ. সংস্কৃতি
ঘ. চিন্তাভাবনা
উত্তরঃ খ
৬. মানুষের চিন্তা-চেতনা, ব্যবহার্য ও ভোগের সামগ্রীতে যখন পরিবর্তন লক্ষ করা যায় তখন তাকে কী বলে?
ক. উন্নয়ন
খ. আধুনিকীকরণ
গ. সাংস্কৃতিক উন্নয়ন
ঘ. পরিবর্তন
উত্তরঃ গ
৭. সংস্কৃতির রূপ ভিন্ন ভিন্ন হয় কী ভেদে?
ক. সমাজ
খ. অঞ্চল
গ. সময়
ঘ. সমাজ ও অঞ্চল
উত্তরঃ ক
৮. সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন দুটোই কিসের মধ্যে সংঘটিত হয়?
ক. সময়ের মাত্রা
খ. মূল্যবোধ
গ. আর্থিক সংগতি
ঘ. সক্ষমতা
উত্তরঃ খ
৯. বিশ্বায়নের ফলে এবং প্রযুক্তির উন্নতিতে সাংস্কৃতিক ব্যাপ্তি কী হয়েছে?
ক. কমেছে
খ. বেড়েছে
গ. একই আছে
ঘ. থেমে আছে
উত্তরঃ খ
১০. অর্থনীতিতে নারীর অংশগ্রহণের ফলে পরিবারে বৃদ্ধি পাচ্ছে —
i. নারীর ক্ষমতা
ii. নারীর সম–অধিকার
iii. নারী স্বাধীনতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ
১১. সংস্কৃতি আসলে কী?
ক. সাহিত্য, গান ও সাংস্কৃতিক চর্চা
খ. মানুষের জীবনযাপনের ধারা
গ. শিক্ষা ও সংস্কৃতি
ঘ. উন্নয়ন
উত্তরঃ খ
১২. সংস্কৃতি কয় প্রকার?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
উত্তরঃ ক
১৩. ঘরবাড়ি, আসবাবপত্র, হাতিয়ার ইত্যাদি কোন ধরনের সংস্কৃতি
ক. বস্তুগত
খ. অবস্তুগত
গ. সামাজিক
ঘ. পারিবারিক
উত্তরঃ ক
১৪. চিন্তাভাবনা, জ্ঞান, দক্ষতা, ব্যবহার, সাহিত্য ও শিল্পকলা ইত্যাদি কোন ধরনের সংস্কৃতি?
ক. বস্তুগত
খ. অবস্তুগত
গ. ব্যবহারিক
ঘ. সামাজিক
উত্তরঃ খ
১৫. কী আবিস্কারের মধ্য দিয়ে আদিম সমাজে জীবন ও জীবিকায় প্রথম পরিবর্তন আসে?
ক. আগুন
খ. হাতিয়ার
গ. সংস্কৃতি
ঘ. চিন্তাভাবনা
উত্তরঃ খ
১৬. মানুষের চিন্তা-চেতনা, ব্যবহার্য ও ভোগের সামগ্রীতে যখন পরিবর্তন লক্ষ করা যায় তখন তাকে কী বলে?
ক. উন্নয়ন
খ. আধুনিককরণ
গ. সাংস্কৃতিক উন্নয়ন
ঘ. পরিবর্তন
উত্তরঃ গ
১৭. সংস্কৃতির রূপ ভিন্ন ভিন্ন হয় কী ভেদে?
ক. সমাজ
খ. অঞ্চল
গ সময়
ঘ. সমাজ ও অঞ্চল
উত্তরঃ ঘ
১৮. সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন দুটোই কিসের মধ্যে সংগঠিত হয়?
ক. সময়ের মাত্রা
খ. মূল্যবোধ
গ. আর্থিক সংগতি
ঘ. সক্ষমতা
উত্তরঃ ক
১৯. বিশ্বায়নের ফলে এবং প্রযুক্তির উন্নতিতে সাংস্কৃতিক ব্যপ্তি কী হয়েছে?
ক. কমেছে
খ. বেড়েছে
গ. একই আছে
ঘ. থেমে আছে
উত্তরঃ খ
২০. অর্থনীতিতে নারীর অংশগ্রহণের ফলে পরিবারে বৃদ্ধি পাচ্ছে—
i. নারীর ক্ষমতা
ii. নারীর সম–অধিকার
iii. নারী স্বাধীনতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. iii
ঘ. i, ii, ও iii
উত্তরঃ ঘ
২১. বাংলাদেশে কিসের ফলে সাংস্কৃতিক বিল্পব ঘটেছে?
ক. অর্থনীতি
খ. যোগাযোগ
গ. প্রাইভেট চ্যানেল
ঘ. শিক্ষা
উত্তরঃ গ
২২. নিচের কোনটি মুগা জাতীয় সিল্ক কাপড়?
ক. পত্রোর্ণ
খ. দুকুল
গ. ক্ষৌম
ঘ. মসলিন
উত্তরঃ ক
২৩. পত্রোর্ণ কাপড় কোথায় তৈরি হত?
ক. মগধ ও পুণ্ড্রে
খ. সোনারগাঁও
গ. নরসিংদী
ঘ. রাজশাহী
উত্তরঃ ক
শেষ কথা
আশা করছি এই পোস্ট আপনাদের ভাললেগেছে এবং এখান থেকে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন সৃজনশীল প্রশ্ন উত্তর সংগ্রহ করতে পেরেছেন। এই ওয়েবসাইটে শিক্ষা সংক্রান্ত পোস্ট শেয়ার করা হয়। বিভিন্ন শ্রেণির প্রশ্ন সমাধান ও উত্তর পেতে আমার সাথেই থাকুন।
আরও দেখুনঃ
বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন সৃজনশীল প্রশ্ন উত্তর
বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন ৩য় অধ্যায়- ৮ম শ্রেণি
আমি সুজন। আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি ঢাকা পলিটেকনিকে পড়ালেখা করছি। আমার পড়া লেখার পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।