এই পোস্টে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন সৃজনশীল প্রশ্ন উত্তর দেওয়া আছে। সংস্কৃতি বলতে আমরা সাধারণত সমাজের মানুষের জীবন-যাপনের ধারাকে বুঝে থাকি। অর্থাৎ সংস্কৃতি হলো আমাদের জীবন-প্রণালি। মানুষ তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে এবং তার মৌলিক প্রয়োজনগুলো পূরণের লক্ষ্যে যা কিছু সৃষ্টি করে তা-ই হলো তার সংস্কৃতি। মানুষের এসব সৃষ্টি বা কাজ মূলত দুই ধরনের হয়ে থাকে: বস্তুগত ও অবস্তুগত। সংস্কৃতিকেও তাই দুইভাগে ভাগ করা হয়ে থাকে ।
বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন সৃজনশীল প্রশ্ন
আজমল সাহেব ১০ বছর পর কাতার থেকে দেশে ফিরে তার ছেলেমেয়েদের পরিবর্তন দেখে বিস্মিত হলেন। তার মেয়ে ইন্টারনেট থেকে ঘরে বসেই নতুন নতুন তথ্য ও দেশ-বিদেশের খবর জানছে। ছেলে ফেইসবুকে বন্ধুদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ তথ্যও সংগ্রহ করছে। তার ছোট ভাই বিদেশ থেকে অনলাইনে টাকা পাঠাচ্ছে। বাড়ির অন্য সদস্যদের জীবনযাপনেও পরিবর্তন দেখা যাচ্ছে।
ক. সামাজিক উন্নয়ন কী?
খ. অন্য সংস্কৃতির ধারা নিজ সংস্কৃতিতে আয়ত্ত করাকে কী বলে? ব্যাখ্যা করো।
গ. আজমল সাহেবের পরিবারে কী ধরনের পরিবর্তন লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের বৈচিত্র্যগুলো সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা পালন করছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন সৃজনশীল প্রশ্নের উত্তর
ক. সামাজিক উন্নয়ন হলো সমাজের ইতিবাচক সামাজিক পরিবর্তন।
খ. অন্য সংস্কৃতির ধারা নিজ সংস্কৃতিতে আয়ত্ত করাকে সাংস্কৃতিক আত্তীকরণ বলে। সাংস্কৃতিক আত্তীকরণ এমন একটি প্রক্রিয়া যেটির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠী অন্যের সংস্কৃতি আয়ত্ত করে। যখন মানুষ কোনো নতুন সংস্কৃতি বা সাংস্কৃতিক পরিবেশে বসবাস করতে আসে তখন সেখানকার মানুষের দৃষ্টিভঙ্গি, আচরণ, চিন্তা,-চেতনা, মূল্যবোধÑ এককথায় সামগ্র জীবনধারার সঙ্গে আত্তীকৃত হতে চেষ্টা করে। এভাবে এক সময় আত্তীকরণ হয়ে যায়।
গ.
আজমল সাহেবের পরিবারে সাংস্কৃতিক পরিবর্তন লক্ষ করা যায়। সংস্কৃতি পরিবর্তনশীল। স্থান ও কালের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের প্রয়োজন মেটাতে সংস্কৃতির পরিবর্তন ঘটে। সংস্কৃতি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে হস্তান্তরিত হয়। এই প্রক্রিয়ায় সংস্কৃতির মধ্যে পরিবর্তন ঘটে। আবার অন্য সংস্কৃতির সংস্পর্শে এসে সংস্কৃতি তার নিজের রূপ বদল করে। একেই সংস্কৃতির বা সাংস্কৃতিক পরিবর্তন বলে। প্রযুক্তির উন্নয়ন সাংস্কৃতিক পরিবর্তনকে ত্বরান্বিত করে। উদ্দীপকে দেখা যায়, ১০ বছর পর কাতার থেকে দেশে ফিরে আজমল সাহেব দেখেন, তার মেয়ে ইন্টারনেট থেকে ঘরে বসেই নতুন নতুন তথ্য ও দেশ-বিদেশের খবর জানছে। ছেলে ফেইসবুকে বন্ধুদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ তথ্যও সংগ্রহ করছে। তার ছোট ভাই বিদেশ থেকে অনলাইনে টাকা পাঠাচ্ছে। বাড়ির অন্য সদস্যদের জীবনযাপনেও পরিবর্তন দেখা যাচ্ছে। দশ বছরের ব্যবধানে আজমল সাহেবের পরিবারে এরূপ পরিবর্তন সাংস্কৃতিক পরিবর্তনকেই নির্দেশ করে।
ঘ.
উদ্দীপকের বৈচিত্র্যগুলো সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা পালন করছে বলে আমি মনে করছি এবং তার সপক্ষে যুক্তি তুলে ধরছি। প্রযুক্তির উন্নয়ন সাংস্কৃতিক পরিবর্তনকে ত্বরান্বিত করে। প্রযুক্তির উন্নয়নে গোটা বিশ্ব এখন একটি বিশ্বপল্লীতে রূপান্তরিত হয়েছে। যার ফলে যোগাযোগপ্রক্রিয়া অনেক উন্নত হয়েছে। ইন্টারনেট প্রযুক্তি দেশ এবং দেশের বাহিরে এক মানুষের সঙ্গে অন্য মানুষের যোগাযোগকে খুবই সহজ করে দিয়েছে। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের সঙ্গে ভাববিনিময়, পরস্পরের খোঁজখবর নেওয়া, টাকা পাঠানো, চাকরির আবেদন করা, বিভিন্ন তথ্য সংগ্রহ করা ইত্যাদি এখন ঘরে বসে অল্প সময়েই করা যায়। এছাড়া ফেইসবুক, ম্যাসেঞ্জার, স্কাইপি, ইমোর সাহায্যে যোগাযোগ ও বন্ধুত্ব সৃষ্টি এবং মতামত বিনিময় করা যায়। এভাবে তথ্যপ্রযুক্তি সমাজ পরিবর্তনে ভূমিকা পালন করছে। উদ্দীপকে আজমল সাহেবের পরিবারে তথ্যপ্রযুক্তির উল্লিখিত দিকগুলোর ব্যবহার লক্ষ করা যায়। আগে যোগাযোগের মাধ্যম ছিল চিঠিপত্রের আদান-প্রদান এবং তা ছিল সময়সাপেক্ষ কিন্তু প্রযুক্তির উন্নতির ফলে মুহূর্তের মধ্যেই যোগাযোগ এবং খোঁজখবর নেওয়া সম্ভব হচ্ছে। তথ্যপ্রযুক্তির এরূপ বৈচিত্র্য তার পরিবারের কাজকে সহজতর করেছে। এভাবে তথ্যপ্রযুক্তির উন্নতি সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা পালন করছে।
বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন সৃজনশীল
সৃজনশীল প্রশ্ন ১ :
জনাব সাইফুর রহমান গ্রাম থেকে এসএসসি, জেলা শহর থেকে এইচএসসি ও বিভাগের একটি শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা শেষ করে একটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে চাকরি করছেন। এই সুদীর্ঘ পথ চলায় তার আচার, পরিলক্ষিত হয়। এ ক্ষেত্রে তিনি তার পূর্বের কিছু নিজস্ব সত্তা ধরে রেখেছেন নতুন অনেক বিষয় গ্রহণও করেছেন।
ক. কখন বাংলা গদ্যের সূচনা হয়?
খ. পুথি সাহিত্য কী? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে সাইফুর রহমানের মাধ্যমে যে বিষয়টি উপস্থাপিত হয়েছে, তা ব্যাখ্যা করো।
ঘ. উক্ত বিষয়ে পরিবর্তনশীলতার কারণ পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ২ :
সেফালি সাহার সাথে পুরোহিতের ছেলে নিতাই ভ্রামণের বিয়ে হয়। সেফালি সাহা তার বাবার বাড়িতে বছরে কয়েকবার পুজা-পার্ব আনন্দের সাথেই পালন করত কিন্তু শ্বশুর বাড়িতে প্রতিদিনই পূজা দিতে হয়। প্রথম দিকে সে বিরন্তবোধ করলেও ধীরে ধীরে সে মানিয়ে নিয়েছে। অপরদিকে শফিক গ্রামে ভালো ছেলে হিসেবে পরিচিত। সে ছোটদের আদর করে বড়দের সম্মান করে। সময়বসীদের সহযোগিতা করে এবং ধর্ম-কর্ম পালনেও সে সজাগ।
ক. পুঁথি সাহিত্য কী?
খ. “সংস্কৃতি গতিশীল” _ উক্তিটি ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের প্রথমাংশে সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের কোন দিকটির চিত্র ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের দ্বিতীয়াংশে “শফিকের মধ্যে যে চিত্রটি ফুটে উঠেছে তা যেন সাংস্কৃতিক আদর্শের প্রতিচ্ছবি – মন্তব্যটি মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৩:
সাতক্ষীরার মেয়ে সুমি সালোয়ার, কামিজ ও শাড়িতে সুই সুতা, পুঁতি, চুমকি, শামুক, ঝিনুক দিয়ে হাতে নকশা তৈরি করেন। এগুলো ঢাকাসহ অন্যান্য শহরের দোকানে সরবরাহ করেন। তিনি এলাকার দরিদ্র গৃহিণী ও বিদ্যালয়ে ঝরে পড়া মেয়েদের প্রশিক্ষণ দিয়ে কাজ করান। বর্তমানে তারা সবাই স্বাবলম্বী। ঝরে পড়া মেয়েদের সুমির স্বামী নৈশবিদ্যালয়ে ভর্তি করে পড়াশোনার সুযোগ করে দিয়েছেন। ফলে তারা সবাই দেশের শিল্পকলা ও সাংস্কৃতিক উন্নয়নেও ভুমিকা রাখছে।
ক. বাঙালি মননের প্রতীক কী?
খ. বাঙালির প্রথম সাহিত্যকর্ম সম্পর্কে লিখ।
গ. উদ্দীপকে বর্ণিত সুমির শিল্পকর্ম বাংলাদেশের কোন দিলে অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
ঘ. বাংলাদেশের শিল্পকলা ও সংস্কৃতি উন্নয়নে নারীদের অবদান উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো
শেষ কথা
আশা করছি এই পোস্ট আপনাদের ভাললেগেছে এবং এখান থেকে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন সৃজনশীল প্রশ্ন উত্তর সংগ্রহ করতে পেরেছেন। এই ওয়েবসাইটে শিক্ষা সংক্রান্ত পোস্ট শেয়ার করা হয়। বিভিন্ন শ্রেণির প্রশ্ন সমাধান ও উত্তর পেতে আমার সাথেই থাকুন।
আরও দেখুনঃ
বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন ৩য় অধ্যায়- ৮ম শ্রেণি
আমি সুজন। আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি ঢাকা পলিটেকনিকে পড়ালেখা করছি। আমার পড়া লেখার পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।