আজকে পবিত্র শবে বরাত। সকল ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য অনেক তাৎপর্যময় একটি রাত হচ্ছে শবে বরাত বা লাইলাতুল বরাতের রাত। এই রাতে মহান আল্লাহতালা তার বান্দাদেরকে বিশেষ ক্ষমা করে থাকেন। কিন্তু মহান আল্লাহতালার সন্তুষ্টি অর্জন করতে হলে অবশ্যই আমাদেরকে শবেবরাতের নামাজ আদায় করতে হবে। আমরা নফল নামাজের মাধ্যমে পবিত্র শবে বরাতের নামাজ পড়তে পারি।
অনেকেই ইন্টারনেটে শবে বরাত নামাজের নিয়মাবলী সম্পর্কে জানতে চেয়েছে। তাই আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে শবে বরাতের নামাজ কয় রাকাত পড়তে হবে তা জানাবো। তাহলে চলুন পবিত্র শবে বরাতের নামাজের নিয়ত সহ সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো আজকের এই পোষ্টের মাধ্যমে জেনে নেওয়া যাক।
শবে বরাত নামাজের নিয়মাবলী ২০২৪
আজকে ৭ ই মার্চ, রোজ সোমবার। হিজরী শাবান মাসের ১৪ ও ১৫ তম তারিখের মধ্যবর্তী রাত আজকে। এই রাতকে মুসলিম দেশগুলোতে পবিত্র শবে বরাতের রাত বলা হয়ে থাকে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই রাতে মুসল্লীগণ নফল নামাজের মাধ্যমে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করে থাকে। মহান আল্লাহতালা ও তার বান্দাদেরকে বিশেষ রাতে ক্ষমা করে থাকেন।
নফল নামাজ আদায় করার মাধ্যমে মহান আল্লাহতালার সন্তুষ্টি অর্জন করা যেতে পারে। তাই আজকে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলোর লোকজন শবে বরাত নামাজ পড়বে। এজন্য শুরুতেই শবে বরাত নামাজের নিয়মাবলী জেনে নিতে হবে। তাহলে চলুন এখন আমরা শবে বরাতের নামাজ কিভাবে পড়তে হয় ও কত রাকাত পড়তে হয় তা জানবো।
শবে বরাতের নির্দিষ্ট কোন নামাজ পড়ার হাদিস নেই। তবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) পবিত্র এই রজব মাসে বেশি বেশি নফল নামাজ ও নফল রোজা রাখতেন। এজন্য আমরাও চাইলে নফল নামাজ আদায়ের মাধ্যমে শবে বরাতের নামাজ পড়তে পারি। দুই রাকাত করে নফল নামাজ আদায় করা যেতে পারে। প্রতি রাকাত নামাজ আদায় করার জন্য সূরা ফাতিহার সাথে আমরা আমাদের ইচ্ছামত যে কোন সূরা পাঠ করতে পারি।
তবে চার রাকাত নফল নামাজ আদায় করার পর আপনি চাইলে মোনাজাত করে দোয়া করতে পারেন। আপনার মনের সকল নিয়ে আসা গুলো মহান আল্লাহতালার নিকট জানাতে পারেন। এছাড়াও আপনার কৃতকর্মের জন্য আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন।
নামাজ পড়ার ক্ষেত্রে অবশ্যই একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে, নফল নামাজ আদায় করতে করতে যেন আপনার ফজরের নামাজ বাদ না পড়ে যায়। অবশ্যই নফল নামাজ পড়া শেষ হলে আপনার এশার নামাজের বিতর নামাজ পড়তে হবে।
দেখুনঃ পবিত্র লাইলাতুল বরাত নামাজের নিয়ত জানুন
শবে বরাত কয় রাকাত নামাজ
পবিত্র শবে বরাতের নির্দিষ্ট কোন রাকাত নামাজ নেই। শবে বরাতের এবাদত হচ্ছে একটি নফল ইবাদত। নফল ইবাদতের ক্ষেত্রে নফল নামাজ আদায় করা সর্বোত্তম। এ কারণে শবে বরাতের জন্য আমরা দুই রাকাত করে করে নফল নামাজ আদায় করতে পারি। আপনার সাধ্য অনুযায়ী আপনি যে রাকাত নামাজ আদায় করতে পারেন। তবে সর্বনিম্ন ১২ রাকাত নফল নামাজ পড়া উত্তম।
প্রতি চার রাকাত নামাজ পড়ার পর আপনি মোনাজাত করতে পারেন এবং আপনার মনের আশাগুলো মহান আল্লাহর কাছে জানাতে পারেন।
শবে বরাত নফল নামাজের নিয়ত
শবে বরাতের নামাজ পড়ার আগে অবশ্যই আপনাকে নামাজের নিয়ত করতে হবে। শবে বরাতের নামাজ পড়ার জন্য বাংলা অথবা আরবি ভাষাতেই নিয়ত করা যায়। আপনি যদি আরবি ভাষা জানেন ও বুঝেন তাহলে আরবি ভাষাতে নিয়ত করতে পারেন। আর যদি আরবি ভাষা না জেনে থাকেন তাহলে বাংলা ভাষাতেই শবে বরাত নফল নামাজের নিয়ত করতে পারবেন। নিচের অংশ থেকে উভয় ভাষার জেনে নিন।
বাংলাঃ ‘শবে বরাতের দুই রাকাত নফল নামাজ/ সালাত কিবলামুখী হয়ে পড়ছি, আল্লাহু আকবর’।
আরবিঃ নাওয়াইতুআন্ উছল্লিয়া লিল্লা-হি তাআ-লা- রাকআতাই ছালা-তি লাইলাতিল বারা-তিন্ -নাফলি, মুতাওয়াজ্জিহান ইলা-জিহাতিল্ কাবাতিশ্ শারীফাতি আল্লা-হু আকবার।
দেখুনঃ শবে বরাত পালনের নিয়ম ২০২৪ – করণীয় ও বর্জনীয় কাজ
সর্বশেষ কথা
অবশ্যই সঠিক নিয়মে আপনাকে শবে বরাতের নামাজ পড়তে হবে। তা না হলে আপনার নামাজ কবুল হবে না। আজকের এই পোস্টে আমি আপনার সাথে শবে বরাত নামাজের নিয়মাবলী ও কয় রাকাত নামাজ জানানোর চেষ্টা করেছি। আশা করি এই পোষ্টের মাধ্যমে ইতোমধ্যে আপনি শবে বরাতের নামাজের নিয়ত সহ আরো অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। আজকের সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমি সুজন। আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি ঢাকা পলিটেকনিকে পড়ালেখা করছি। আমার পড়া লেখার পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।
সোহাগ জল
জগদ্বাত্রী